গণেশ পুজোর উদ্বোধন করলেন দিলীপ ঘোষ
Read Time:35 Second
নিউজডেস্ক- ঠনঠনিয়া যুবক সংঘের গণেশ পূজো অষ্টম বৎসরে পদার্পণ করল সংসদ ও সভাপতি বিজেপি র দিলীপ ঘোষ মহাশয় আজ থেকে কেটে উদ্বোধন করলেন এই পুজোর গতবছর পর্যন্ত এই যুবক সংঘের পূজো তৃণমূলের নেতা মন্ত্রীদের আধিক্য ছিল কিন্তু এ বছরে চিত্রটা পুরোপুরি পাল্টে গেল উত্তর কলকাতার এই গণেশ পূজো বিজেপি নেতাদের হাত ধরে।