রবিবার উদ্বোধন হল শিকদার গ্রুপ অফ ইনস্টিটিউটে GNM নাসিং ট্রেনিং সেন্টারের
নিজস্ব প্রতিনিধি- ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন থাকে প্রত্যেকেরই। স্বপ্ন মানুষকে জীবন গড়তে সাহায্য করে! আর সেই জীবন গড়ে তুলতে গেলে প্রয়োজন হয় স্বনির্ভরশীলতা! তাই এবার মহিলাদের স্বনির্ভরশীল তৈরি করতে এগিয়ে এলো শিকদার গুরুপ অফ ইনস্টিটিউট! যেখানে মহিলাদের পড়ানো হবে GNM নাসিং অ্যান্ড ফিজিওথেরাপী ! জীবন গড়ে তোলার নতুন দিশা দেখাতে চলেছে এই ট্রেনিং সেন্টার!

রবিবার শিকাদার গুরুপ অফ ইনস্টিটিউটের তরফ থেকে একটি GNM নাসিং ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়! শিকদার গুরুপ অফ ইনস্টিটিউটের ডাইরেক্টর পীযুষ শিকদারে উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! যেখানে উপস্থিত ছিলেন GNM টিচার মালতী বসাক, মমতাজ হক, এবং ডাইরেক্টর পীযুষ শিকদার ও তার স্ত্রী তাপসী শিকদার! এছাড়াও উপস্থিত ছিল GNM এর ২০ জন ছাত্রী! ডাইরেক্টর পীযুষ শিকদার তিনি জীবনে বেশ কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে! পাশাপাশি ছাত্রীদের জীবনে এগিয়ে চলার প্রেরণা দেন তিনি! তবে এই দিনে শিকদার গুরুপ অফ ইনস্টিটিউটের GNM নাসিং ট্রেনিং সেন্টার উদ্বোধন করার পাশাপাশি এই দিনে শিকদার গুরুপ অফ NE বাংলা নিউজ চ্যানেলের উদ্বোধন করা হয়!
