পাইকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো সম্পন্ন
Read Time:1 Minute, 15 Second
নিজস্ব প্রতিনিধি- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আসতে আর খুব বেশি বাকি নেই। আর কিছুদিন পরেই আলোর মালায় সেজে উঠবে তিলোত্তমা কলকাতা। বাঙালী এখন উমার বাপের বাড়ি ফেরার অপেক্ষায় বসে রয়েছে। পুজো কমিটিগুলির মধ্যে এই মুহূর্তে চূড়ান্ত ব্যাস্ততা। এরই মাঝে পাইকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো সম্পন্ন হয়ে গেল রবিবার। এদিনের এই খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডঃ সুদীপ্ত রায়, কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের পুরপিতা গৌতম হালদার সহ একাধিক বিশিষ্টজনেরা। প্রতি বছরই মন্ডপ ও প্রতিমা দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে পাইকপাড়া সার্বজনীনের এই পুজোতে। এবারেও তার অনথ্যা হবে না বলে
এদিন জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।
