নদীয়ায় দিলীপের চা চক্র
Read Time:1 Minute, 8 Second
নিউজডেস্ক- আজ নদিয়ার কৃষ্ণনগর চা চক্রের অনুমতি না পেলেও উপস্তিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ। এদিন প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্মরণ করেন তাদের মূর্তিতে মালা পরান দিলীপ ঘোষ। এরপরে শুরু হয় দলের কর্মী ও জেলা স্তরের নেতা ও সাধারণ মানুষের সাথে আলোচনা। শুরুতেই এদিন দিলীপ ঘোষ বলেন আমি আপনাদের কাছে এই কথা বলতে এসছি , যে কোনো ভালো কাজে বাধা আসবেই আমাদের লড়াই করে জিততে হবে। সাধারণ মানুষের কথা ভেবে তাদের পাশে থাকতে হবে । কর্মীদের সব কথা শুনে প্রায় পঞ্চাশ মিনিটের মিটিং শেষ করে রওনা দেন করিমপুরে সেখানে পাবলিক মিটিং করেন মাননীয় দিলীপ ঘোষ।