শীতলখুচির ভাওয়ের থানা এলাকা পরিদর্শনে গেল জেলা সিপিআইএম নেতৃত্ব
মনিরুল হক, কোচবিহারঃ রাজনৈতিক হিংসায় অশান্ত শীতলখুচি ব্লকের ভাওয়ের থানা এলাকায় শান্তি বজায় রাখার আবেদন নিয়ে বুধবার সেখানে যান সিপিএমের এক প্রতিনিধি দল। ওই এলাকায় শুরু হয়েছে লাগাতার সন্ত্রাস। ওই ব্লক জুড়ে চলছে গ্রামীণ রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। অশান্তি হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার মানুষদের কাছে নিত্যদিনের ঘটনা। সম্প্রতি দুষ্কৃতীদের তাণ্ডবের মাঝে পরে আক্রান্ত হন এক স্থানীয় সিপিএম নেতা। অশান্তি অব্যাহত থাকায় স্বাভাবিক হয়নি এলাকার পরিস্থিতি। নিয়মিত খুলছে না বাজার, হাট, ঠিকমতো স্কুল কলেজে যেতে পারচ্ছে না ছাত্রছাত্রীরা, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছে জেলা সিপিএম নেতৃত্ব। এদিন সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায়, তারিণী রায়, মহানন্দ সাহা।
এদিন তারা ওই এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন স্থানীয়দের সাথে। এই ঘটনার কথা জেলা প্রশাসনকে জানানো হবে বলে জানান তারা, পাশাপাশি প্রশাসন এবিষয়ে যদি অতিদ্রুত ব্যবস্থা না নেন তবে আগামীতে জেলার বুকে তারা বৃহত্তর আন্দোলন গরে তুলবেন বলে জানান সিপিএম নেতা অনন্ত রায়।