ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসডিপিও অফিস ঘেরাও
Read Time:1 Minute, 20 Second
পূর্বস্থলী- প্রসেনজিৎ দেবনাথ-বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ এসডিপিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। তেমনি আজ পূর্ব বর্ধমানের কালনা এসডিপিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।এই এসডিপিও অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক, জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ, জেলার সাধারণ সম্পাদক অনিল দত্ত ও বিশ্বজিৎ পোদ্দার, জেলার যুব মোর্চার সভাপতি শুভদীপ মাফদার ও আরো অনেকে।কালনা টেশন থেকে মিছিল সহকারে এসে এসডিপিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজকের এই এসডিপিও অফিস ঘেরাও কর্মসূচিতে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।