৮ টি অ্যাপাচে হেলিকপ্টার পেল ভারতীয় বায়ুসেনা
Read Time:59 Second
নিউজডেস্ক- আর শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার ভারতীয় বায়ুসেনায় সংযুক্ত হল আমেরিকায় তৈরি ৮টি অ্যাপাচে এএইচ ৬৪ই হেলিকপ্টার। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে এদিন এই হেলিকপ্টার গুলিকে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে। বায়ুসেনা প্রধান বি এস ধনোয়া’র উপস্থিতিতে হেলিকপ্তার গুলিকে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়। অত্যাধুনিক এই বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৪ কিলোমিটার। উন্নত লেজার, ইনফ্রারেড ও লক্ষ স্থির করার ক্ষমতা রয়েছে এই হেলিকপ্টারের। এই বিমান ব্যাবহার করে আমেরিকা ও ইজরায়েলের বায়ুসেনা।