আরবানা রেসিডেন্সিতে গণেশ পুজো
নিউজডেস্ক- গৃহস্থ বা ব্যাবসায়ীদের আরাধ্য দেবতা সিদ্ধিদাতা গণেশ। সাড়া ভারতবর্ষব্যাপী গণেশ পুজা মহা সাড়ম্বরে পালিত হয়। মুম্বাইয়ের পাশাপাশি কলকাতায় শুরু হয়েছে ধুমধাম সহকারে গণেশ চতুর্থী। সোমবার গণেশ চতুর্থীতে কলকাতার আরবানা এনএরআই কমপ্লেক্সে আরবানা রেসিডেন্সির উদ্যোগে এফ ইনফিনিটি গ্রুপের সহযোগিতায় মহা সমারোহে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই অভিনেতা হিরন চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের উপস্থিতিতে পুজার্চনা, ভোগ বিতরন এবং অসহায় ছাত্রদের জন্য তিন লক্ষ টাকা প্রদান করেন উদ্যোগী সংস্থার পক্ষে অভিক মিত্র, অঞ্জন ভবানী, গোপা ভবানী সহ প্রসাদ ব্যানার্জী, অশেষ পাল, সুশীল মিশ্র, সুজিত ভট্টাচার্য সহ প্রমুখরা। সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্যরা। সঙ্গীত পরিবেশনায় ছিলেন সুজয় ঘোষ সহ অন্যান্যরা।