শিক্ষক দিবসে কোন্নগরের একাধিক স্কুল পরিদর্শন করলেন বিধায়ক প্রবীর ঘোষাল
Read Time:44 Second
নিজস্ব প্রতিনিধি- উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল শিক্ষক দিবস উপলক্ষে কোন্নগরের বেশ কয়েকটি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের শুভেচ্ছা বাত্রার কার্ড ও দিদিকে বলোর কার্ড হাতে তুলে দেন। এছাড়াও বিভিন্ন ধরণের ফল ফুলের গাছ হাতে তুলে দেন।এছাড়া কোন্নগর হিন্দু গার্লস স্কুলে একটি ঠান্ডা পানিও জলের মেশিন উধবোধন করেন বিধায়ক। ছাত্র ছাত্রীদের চকলেট দেন।