না ফেরার দেশে পাড়ি দিলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ
Read Time:57 Second
নিউজ ডেস্ক : প্রয়াত হলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। শনিবার সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ চির ঘুমে চলে গেলেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মারা যান।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর স্ত্রী ছিলেন তিনি। ১৯৯৬ সালে প্রথমবার তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়ান কৃষ্ণা বসু। পরপর তিনবার যাদবপুরের সাংসদ নির্বাচিত হন। রাজনীতি ছাড়াও শিক্ষকতাও করতেন কৃষ্ণা বসু।