আগামী ছ’মাসের বাজেট পেশ করলেন ফিরহাদ হাকিম
Read Time:1 Minute, 3 Second
নিউজ ডেস্ক : কলকাতা পুরসভার নির্বাচনের কথা মাথায় রেখে আজ আগামী ছ’মাসের জন্য বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তবে ভোটের পর নতুন বোর্ড পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বলে জানা গিয়েছে।
এই বাজেট বিষয়ে তিনি জানান, “বস্তি বিভাগে ৩২১ কোটি ৮৮ লক্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২৮ কোটি ৯২ লক্ষ, লাইটিং বিভাগে ৫৭ কোটি ৪১ লক্ষ, পার্ক অ্যান্ড স্কোয়ার (গ্রীন সিটি) বিভাগে ২৯ কোটি ৬২ লক্ষ টাকা খরচ করা হয়েছে।” পাশাপাশি তিনি এও বলেন, “তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর বোর্ড যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। আমি আশা করব, আগামী দিনে এই বোর্ড আরও ভালো কাজ করবে।”