দিল্লির রোষ মৃতের সংখ্যা ছুঁল ২৪
নিউজ ডেস্ক : দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা ইতিমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ২৪ জন। এই ঘটনায় হাসপাতালে ইতিমধ্যে কমপক্ষে ২০০জন মানুষ ভর্তি হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৮জন। এমনটাই জানালেন গুরু তেগ বাহাদুর হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সুনীল কুমার গৌতম। আহতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সংঘর্ষের মূলকেন্দ্র উত্তর-পূর্ব দিল্লিতে বুধবার সকালে হাজির হন জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল। আশঙ্কার আঁচ করেই দিল্লিতে সিবিএসই বোর্ডের সকল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে সিএএ নিয়ে বিজেপি এবং শাহিনবাগ আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষে প্রান হারিয়েছেন বহু মানুষ। আহতও দু’শোর বেশি। এই ঘটনায় পুলিশ সক্রিয় ভূমিকা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। দিল্লির মুখ্যমন্ত্রী এই ঘটনার পর সেখানে সেনা মোতায়েন করার আর্জি জানান।