স্থগিত তিনদিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট
Read Time:52 Second
নিউজ ডেস্ক : আগামী ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত সারা ভারত ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। কিন্তু মার্চ মাসে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)।
সূত্রের খবর, বেতনবৃদ্ধি নিয়ে ব্যাঙ্ক কর্মী সংগঠনের ফোরাম ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে এক আলোচনায় বসে। ওই আলোচনায় ইতিবাচক সাড়া মেলার পরই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।