মাদার ডেয়ারী কে বাঁচাতে ডানকুনিতে সভা করলো সুজন চক্রবর্তী ও আব্দুল মান্নান
Read Time:1 Minute, 0 Second
চুষে খাওয়া ও লুটে খাওয়ার মধ্যে দিয়ে মাদার ডেয়ারী কে পিসি ভাইপোর ডেয়ারী করার মতলব নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার ডানকুনিতে বাম ও কংগ্রেসের ডাকা যৌথ গণকনভেনশনে হাজির হয়ে রাজ্য সরকারের সমালোচনায় এভাবেই মুখর হলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন,মাদার ডেয়ারী বামফ্রন্টের আমলে তৈরি হওয়া একটি লাভজনক দুগ্ধ উৎপাদক সংস্থা। তিরিশ লক্ষ টাকার স্থায়ী সম্পত্তি ছিল মাদার ডেয়ারীর। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সে সব নষ্ট করেছে। এখন বেসরকারিকরণ ও নাম পরিবর্তন করে মাদার ডেয়ারীকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে রাজ্য সরকার।