“তোমার মায়ের জন্মের সার্টিফিকেটটা যেভাবে…” প্রধানমন্ত্রীকে কটাক্ষ অনুব্রতর
নিউজ ডেস্ক : ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্ব ও জন্মের কাগজ নিয়ে শুরু হল বিরোধীদের কটাক্ষ। মঙ্গলবার বীরভূমের দুবরাজপুরে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই সভা থেকেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে অনুব্রত বলেন, “আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবা বলেনি সঙ্গে করে তোমার দলিলটা নিয়ে চলো। তোমার জন্মের কাগজটা নিয়ে চলো। নরেন্দ্র মোদী তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করেছিল তখন কি সঙ্গে করে দলিলটা নিয়ে এসেছিল? তোমার মায়ের জন্মের কাগজটা কি নিয়ে এসেছিল, যে তাঁরা ভারতবর্ষের মানুষ ছিলেন। তোমার মায়ের জন্মের সার্টিফিকেটটা যেভাবে করবে সেভাবে মানুষকে বলে দেবে, এখানকার মানুষরাও সেইভাবে সেই কাগজ করবে। তুমি ভারতবর্ষের কাজ করো, তুমি ভারতবর্ষের উন্নয়ন করো।”