প্রধানমন্ত্রীকে ভগবানের সঙ্গে তুলনা করলেন মহিলা
Read Time:1 Minute, 18 Second
নিউজ ডেস্ক : “আমি ভগবানকে দেখিনি, কিন্তু নরেন্দ্র মোদীকে দেখেছি”। আজ জন ঔষধি দিবসে দীপা শাহ নামে এক মহিলার মুখে এই কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মহিলা বলেন, “মোদীজি আমি বিগত ১১ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। আমি আগে কথা বলতে পারতাম না। আগে ওনার ওষুধ কিনতে ৫ হাজার টাকা লাগত। এই পরিস্থিতিতে আমার সংসার চালাতে খুব অসুবিধে হচ্ছিল। কিন্তু জন ঔষধির ফলে আমি নবজন্ম পেয়েছি। জন ঔষধি সেবায় সেই ওষুধ মাত্র ১,৫০০ টাকাতেই পাওয়া যায়। তাই বাকী টাকা দিয়ে আমি ভালোভাবে সংসার চালাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ”।
অন্যদিকে এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “জন ঔষধি প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেক জনগণের কাছে কম মুল্যে ওষুধ ও চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য”।