রেকর্ড দাম কমল পেট্রোল-ডিজেলের
Read Time:55 Second
নিউজ ডেস্ক : বুধবার এক ধাক্কায় রেকর্ড দাম কমল পেট্রোল-ডিজেলের। লিটার পিছু ২.৬৯ টাকা দাম কমল পেট্রোলের। অন্যদিকে ডিজেলের দাম কমেছে লিটার পিছু ২.৩৩ টাকা। এরফলে আজ কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে লিটার পিছু ৭২.৯৮ টাকা এবং ডিজেল দাম দাঁড়িয়েছে লিটারপিছু ৬৫.৩৪ টাকা। অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭০.২৯ টাকা। যেটা মঙ্গলবার রাত পর্যন্ত ছিল লিটারপিছু ৭২.৯৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমে হয়েছে ৬৩.০১ টাকা। যা লিটারপিছু ৬৫.৩৪ টাকা ছিল।