পাহাড়ে ধস, মৃত্যু একই পরিবারের তিনজনের
Read Time:58 Second
নিউজ ডেস্ক : ধসের কারনে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর লোধামা গ্রাম পঞ্চায়েতের তামাংগাঁও এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হল নিমা তামাং (৩৮), চন্দ্রা তামাং (২৭) এবং নেহাল তামাং (৫ মাস)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তাঁদের বাড়ির উপর পাহাড় বেয়ে জলের পাইপ লাইন গিয়েছে। দুর্ভাগ্যবশত সেই পাইপ ফুটো হয়ে জল পড়ে পাহাড়ের মাটি ধসে পড়েছে। যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করেছে।