আচমকাই জল দেওয়া বন্ধ করে দিল ভুটান, মাথায় হাত চাষীদের

0 0
Read Time:2 Minute, 50 Second

নিউজ ডেস্ক: ভারতের একদিকে চীন অন্যদিকে পাকিস্তান। তারপরে রয়েছে নেপাল। তিনটি দেশই তিন ভাবে আক্রমণ করেছে ভারতের উপর। প্রায় প্রতিদিনই এনকাউন্টার প্রক্রিয়া চলছে ভূস্বর্গে ভারত ও পাকিস্তানের মধ্যে। মে মাসের শুরু থেকেই শুরু হয়েছে ভারত ও চীনের সংঘাত। তা এবার কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ এখনো সঠিকভাবে বলতে পারছে না। অন্যদিকে নতুন মানচিত্র সংসদে পাস করিয়ে পেশ করলো নেপাল সরকার। আর এখন বর্তমানে নতুন শত্রু হিসেবে লিস্টে যোগদান করলো ভুটান। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সীমান্ত নিয়ে জেরবার ভারতের কৃষক ভাইয়েরা। কৃষকদের চাষের জল দেওয়া বন্ধ করে দিল আচমকাই ভুটান। বিষয়টি নিয়ে প্রতিবাদের নেমেছে গরিব চাষিরা। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। কিন্তু ভুটান সরকার মুখ বন্ধ করে রয়েছে। ১৯৫৩ সাল থেকে অসমের বাকসা জেলায় একটি সেচের চ্যানেল দিয়ে ভারতের কৃষকদের জল দিত ভুটান। এই জল দিয়ে পেট চলত প্রায় ভারতের ২৬ টি গ্রাম। আচমকাই জল বন্ধ করে দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে চাষীদের। কিভাবে চলবে চাষের কাজ? কিভাবে মিটবে এই সমস্যা? তাই নিয়ে চলছে বিস্তর আলোচনা। এত দিনের লকডাউন, তার উপরে হাতে পয়সা নেই, কাজ বন্ধ কি করে কাটাবে দিন চাষিরা? সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে সরকারের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই চাষিরা ওই চ্যানেল রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা কৃষক সমিতির ব্যানারে জেলা প্রশাসনকে ডেপুটেশন জমা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে তাদের আর্জি বিষয়টি যেন অবিলম্বে কেন্দ্রীয় সরকার নিজে খতিয়ে দেখে। কূটনৈতিক মহল বলছে, প্রতিবেশী দেশগুলোকে নিজের হাতে নিয়েই ভারতকে কোণঠাসা করার ছক কষছে চীন। এর সঙ্গে রয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা কেও ক্রমশ নিজের হাতে আনছে চীন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!