অধীর রঞ্জন চৌধুরী হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি

0 0
Read Time:3 Minute, 21 Second

নিউজ ডেস্ক: বুধবার রাতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি থেকে বিবৃতিতে জানানো হয়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী হতে চলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এখন লোকসভায় রয়েছেন সেই সঙ্গে তিনি পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির চেয়ারম্যানও। এই দুই দায়িত্বের পাশাপাশি তার সাথে যুক্ত হয়েছে আরেকটি দায়িত্ব। সুত্র দিয়ে জানা গিয়েছে, সর্বভারতীয় কংগ্রেসের তরফে সম্পাদক গৌরব গগৈ দেখা করেছিলেন অধীর বাবুর সঙ্গে। সৌমেন বাবুর মৃত্যুর পর দায়িত্ব ভার নিয়েই তার সাথে কথা বলতে গিয়েছিলেন সম্পাদক গৌরব। সেখানে অধীর বাবু জানিয়েছিলেন, ‘নবীন কাউকে দায়িত্ব দেয়া হোক।’ এই প্রসঙ্গে এমন দুজনের নামও প্রস্তাব করেছিলেন তিনি। যখন অধীর বাবু এই পদ নিয়ে কোন আগ্রহ দেখান নি, তখন রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য্য কংগ্রেসের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তাতে আপত্তি জানিয়েছেন আব্দুল মান্নান। এমনকি তিনি সনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, ‘অধীর চৌধুরীকেই কংগ্রেসের সভাপতি করা হোক।’

সবশেষে অধীর চৌধুরী কেই করা হয়েছে কংগ্রেসের সভাপতি এবং সম্পাদক গৌরব জানালেন, ‘অধীর চৌধুরীকে ছাড়া কোন বিকল্প না থাকায় এই সিদ্ধান্ত।’ এমনকি তিনি এও বলেন, ‘রাজ্য কংগ্রেসের কাছে অধীর চৌধুরীর গ্রহণযোগ্যতা সবথেকে বেশি।’ ২০১৪ সালে এর আগে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন অধীর চৌধুরী এবং তা করেছিলেন রাহুল গান্ধী। সেইবার যদিওবা তেমন বড় কোনো সাফল্য পায়নি কংগ্রেস। তবে ২০১৬ সালে ৪৫ টি রাজ্যে বিধানসভা ভোটে আসন জিতেছিলেন। সেই সময় বাম কংগ্রেস জোট বজায় রাখার চেষ্টা করেছিলেন অধীর চৌধুরী। কিন্তু সিপিএমের কিছু কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

এদিন অবশ্য এআইসিসির এই ঘোষণার পর অধীর বাবু জানালেন, ‘কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী যে এখনো তার উপরে আস্থা রেখে গেছেন তার জন্য তিনি যথেষ্ট মাত্রায় কৃতজ্ঞ। এখন যদিও বা বাংলায় দল সেইভাবে শক্তিশালী নয় কিন্তু দলকে শক্তিশালী করার জন্য তিনি আগেও চেষ্টা করেছেন এবারও সেই একই চেষ্টা করবেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!