দল নিয়ে কপিল সিবালের বক্তব্য

0 0
Read Time:1 Minute, 39 Second

নিউজ ডেস্ক: সর্বভারতীয় এক সংবাদ দেওয়া সাক্ষাৎকারে কপিল সিবাল দাবি করেছেন, বিহার নির্বাচনের আগেই দেওয়াল লিখন পড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস৷ কপিল সিবল বলেছেন, বিহারে কংগ্রেস নয়, নীতীশ সরকারের বিকল্প হিসেবে মানুষ আরজেডি-কেই বেছেছিলেন৷ কংগ্রেসের কথা ভাবেননি৷ আবার গুজরাতেও উপনির্বাচনে কোনও আসন পেতে ব্যর্থ হয়েছে তারা৷ চূড়ান্ত হতাশ সিবাল বলেছেন, ‘লোকসভা উপনির্বাচনেও একটি আসন জিততে ব্যর্থ হয়েছি আমরা৷ উত্তর প্রদেশে কোনও কোনও আসনে কংগ্রেস ২ শতাংশের কম ভোট পেয়েছে৷’

কপিল সিবাল স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কংগ্রেসে আছেন এবং আজীবন কংগ্রেসেই থাকবেন৷ কয়েক মাস আগেই দলের শীর্ষ নেতৃত্বে বদল চেয়ে তিনি এবং আরও ২২ জন সিনিয়র নেতা দলকে চিঠি দিয়েছিলেন৷ কিন্তু দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়৷ উল্টে দলেরই একাংশের রোষের মুখে পড়েন এই নেতারা৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির কর্মপন্থাতেও বদল আনার আর্জি জানিয়েছেন কপিল সিবাল৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!