দক্ষিণ দিনাজপুর থেকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

0 0
Read Time:3 Minute, 33 Second

নিউজ ডেস্ক: আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার বাঘইট মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কুর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রকম উন্নয়ন কে সামনে রেখে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন তপনের প্রাণকেন্দ্র তপন দিঘি সংস্কারের জন্য ইতিমধ্যেই ৩৬কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোট ৩৭কোটি টাকা বরাদ্দ করা হবে। সংস্কারের পর তপন দিঘি কে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হবে। তার ফলে অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে।

বাংলা যেন বাংলায় থাকে দেখবেন। বাংলা যেন গুজরাত দখল করতে না পারে। দিল্লির হাতে বাংলা যাবে না। দিল্লির হাতে বাংলা আমরা ছেড়ে দেবোনা। দিল্লির দুই গুন্ডার হাতে বাংলা যাবে না। বাংলা যাবে না, বাংলা যাবে না। করোনা বাড়ছে তাই এখন প্রধানমন্ত্রী জনগণের ওপর দোষ চাপাচ্ছে, বলছেন নিজেরা ভ্যাকসিন কিনে নাও। এই কোভিড নরেন্দ্র মোদির অবদান, তাই মানুষ মারা যাচ্ছে। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিল রাজ্যকে কিনতে দেয়নি। বিজেপি রাজনৈতিকভাবে বলবে ওয়ান নেশন, ওয়ান পলিটিশিয়ান, ওয়ান গভমেন্ট। আর যখন ভ্যাকসিন দেওয়ার সময় হয় তখন বলে ওয়ান ভ্যাকসিন এন্ড মেনি প্রাইস কেন তা হবে। কেন্দ্র কিনলে ১৫০ টাকা, রাজ্য কিনলে ৪০০টাকা, আর প্রাইভেটে কিনলে ৬০০টাকা এইসব চলবে না। আমরা ডিমান্ড করছি প্রত্যেক ভ্যাকসিন এমার্জেন্সি এটা কমার্শিয়াল ব্যবসা করার জায়গা নয়।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলা যেন বাংলায় থাকে দেখবেন। বাংলা যেন গুজরাত দখল করতে না পারে। দিল্লির হাতে বাংলা যাবে না। দিল্লির হাতে বাংলা আমরা ছেড়ে দেবোনা। দিল্লির দুই গুন্ডার হাতে বাংলা যাবে না। বাংলা যাবে না। বাংলা যাবে না। এছাড়াও মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পোলিও ভ্যাকসিন, কালাজ্বরের ভ্যাকসিন, ম্যালেরিয়ার ভ্যাকসিন আমার দিই তখন তো সমস্যা হয়না। তোমরা ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে, আমাদের কিনতে দাওনি। আমাদের বলা হয়েছিল কোন স্টেষ্ট কিনতে পারবে না। এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান। তাই এত মানুষ মারা যাচ্ছে। আজ দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের প্রার্থীর প্রচারে এসে জনসভায় এসে এই ভাবে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!