সুভাষের জন্য তৈরি হবে সংগ্রহশালা,বানানো হবে মূর্তি, উদ্যোগ ইস্ট বেঙ্গলের

0 0
Read Time:2 Minute, 35 Second

নিউজ ডেস্ক:সুভষের জন্য তৈরি হবে সংগ্রহশালা, বানানো হবে মূর্তি, উদ্যোগ ইস্ট বেঙ্গলের।কোচ হিসেবে বেশি সাফল্য লাল-হলুদেই পেয়েছেন। ইস্টবেঙ্গলকে দুবার জাতীয় লিগ এনে দেওয়ার পাশাপাশি তাঁর জামানায় এসেছিল এশিয়ান কাপ। আর তাই এহেন ‘ভোম্বল’-কে মনে রাখতে দারুণ উদ্যোগ নিলেন লাল-হলুদ কর্তারা। সদ্য প্রয়াত কোচের স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে। এর সঙ্গে থাকছে আশিয়ান কাপ হাতে নিয়ে সুভাষের একটি স্ট্যাচু। এমনটাই জানিয়ে দিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার।শনিবার তাঁর প্রয়াণের পর একবালপুরের নার্সিংহোমে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সুভাষের কীর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হবে।দেবব্রত বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড়, ওঁর সতীর্থরা উপস্থিত থাকবেন। পুরোটাই হবে কোভিড বিধি মেনে। এ ছাড়াও সুভাষদার বিভিন্ন কীর্তি নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে। আশিয়ান কাপ হাতে নিয়ে ওঁর একটি স্ট্যাচুও থাকবে সেখানে। সেই কাজও শেষ হয়ে এসেছে।“লাল-হলুদ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের ফুটবলার ও কোচ হিসেবেও কেরিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন সুভাষ। তবে সবুজ-মেরুনে ফুটবলার ও কোচ হিসেবে তাঁর স্মৃতি মোটেও সুখের নয়। যদিও এমন বিশেষ দিনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে একবালপুর নার্সিংহোমে উপস্থিত ছিলেন দুই কর্তা দেবাশিস দত্ত ও সত্যজিত চট্টোপাধ্যায়।  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!