চিকিৎসককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

0 0
Read Time:1 Minute, 54 Second

নিউজ ডেস্ক:চিকিৎসককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ।।সবসময় মানুষের সেবায় যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় তারা হলেন ইশ্বরের আরেক রূপ চিকিৎসক। মুমূর্ষু রোগীকে নিজ চেষ্টায় নবজীবন দান করে একজন চিকিৎসক। আবারো চিকিৎসককে মারধর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী জে এন এম মেডিকেল কলেজ ও হাসপাতাল। সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার সকালে দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। চিকিৎসা করার সময় আহত ব্যক্তি ছটফট করছিল।

অভিযোগ সেই সময় কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনা আহত ব্যক্তিকে চড় মারেন।অভিযোগ এরপর রোগীর সঙ্গে থাকা প্রায় ১৫ জন আত্মীয়-স্বজন ডাক্তারদের আক্রমণ করে এবং মারধর করে। এরই প্রতিবাদে বিক্ষোভ নামে চিকিৎসকরা।চিকিৎসকরা জানিয়েছেন এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, হাসপাতালে নিরাপত্তা নেই। একটা রুগির সঙ্গে ১০ থেকে ১৫ জন কি করে প্রবেশ করল ? নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন ? একজন পুলিশকর্মীর ২৪ ঘন্টা সেখানে ডিউটি থাকার কথা, তারা কোথায় ছিল? হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবেন ততক্ষণ এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। যদিও তাদের দাবি পরিষেবা চালু রেখেই এই আন্দোলন চলবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!