তমলুক পুরসভায় বাতিল ৬১ জন প্রার্থীর নাম কিন্তু কেন

0 0
Read Time:2 Minute, 21 Second

নিউজ ডেস্ক:তমলুক পুরসভায় বাতিল ৬১ জন পর্থীর নাম, কিন্তু কেনও?গত পুরভোটে যে সমস্ত প্রার্থীরা তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনের কাছে দেননি এবার সেই তথ্য না দিলে তাঁরা প্রার্থী হতে পারবেন না এই পুরভোটে। এই মর্মে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই সময়ই পশ্চিম মেদিনীপুরের পর এবার পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রার্থী বাতিল করার অভিযোগ উঠল কমিশনের বিরুদ্ধে। রাজনৈতিক স্বার্থেই বেছে বেছে প্রার্থীদের বাতিল করা হয়েছে বলে অভিযোগ ওঠে।আগামী ২৭শে ফেব্রুয়ারি ১০৮ টি পৌরসভায় হবে ভোট।

কিন্তু গতবছরের প্রার্থী তালিকায় নাম ছিল যাদের তাঁরা এ বছর আর ভোটে লড়তে পারবেন না। কারণ তাঁরা পূর্বে পুরভোটের সময় নিজেদের আয়-ব্যয়ের তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেননি। এই বাতিল প্রার্থীদের তালিকায় রয়েছে বিজেপি ,সিপিএম এবং একাধিক নির্দল প্রার্থী দের। কিন্তু নাম নেই কোনো তৃণমূল প্রার্থীর। রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে কাজে লাগানো হচ্ছে নির্বাচন কমিশনকে এমনই অভিযোগ উঠেছে অন্যান্য দলগুলি তরফ থেকে।তমলুক নগর মন্ডল বিজেপির সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পুরোপুরি তৃণমূল কংগ্রেসের হাতে। এর পিছনে উদ্দেশ্য নিয়েই এই কাজ করা হয়েছে। তমলুক পুরসভা তৃণমূলের হাতছাড়া না হয় সেই কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনকে কাজে লাগিয়ে এই নোংরা খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেস’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!