বাড়ির রান্না করা মাংস খেয়ে বিষক্রিয়া, মৃত্যু ২ শিশুর

0 0
Read Time:2 Minute, 18 Second

নিউজ ডেস্ক বাড়িতে রান্না করা মাংস খেয়ে বড়সড় বিপত্তি। বর্ধমানের রথতলা এলাকায় বিষক্রিয়ার জেরে সকলেই ভরতি হাসপাতালে। ২ দিন ধরে চিকিত্‍সার পরও দুই শিশুকে রক্ষা করা গেল না। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে মৃত্যু হল তাদের। এই ঘটনায় শোকে ছায়া গোটা পরিবারে।

জানা যায়, মঙ্গলবার রাতে বর্ধমানের রথতলা এলাকার ঘোষ পরিবারে মাংস রান্না হয়েছিল। সবাই মিলে তা আনন্দ করে খায়। তারপরই নেমে এল বিপদ। সকলেই অসুস্থ হয়ে পড়েন। একসঙ্গে ৬ জন ভরতি হন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকলের শরীরেই বিষক্রিয়া হয়েছে বলে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর জানান চিকিত্‍সকরা। এরপর তাঁদের চিকিত্‍সা শুরু হয়। কিন্তু তারপরও পরিবারের দুই খুদে সদস্যকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়। চিকিত্‍সাধীন অবস্থায় এখনও হাসপাতালে ভরতি ৪ জন।

মৃতদের নাম শুভঙ্কর ঘোষ ও রাহুল ঘোষ। এরা দুই ভাই। শুভঙ্করের বয়স ১২ বছর ও রাহুল ৯ বছরের ছাত্র। হাসপাতালে চিকিত্‍সা চলছে তাদের বাবা, দিদি, পিসি ও ঠাকুমার। কিন্তু কীভাবে বাড়ির রান্না করা খাবার থেকে বিষক্রিয়া হল? বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নন পরিবারের কেউই। তবে শুভঙ্কর ও রাহুলের দিদার আভাদেবী জানান বাড়িতে কয়েকদিন আগে ইঁদুর মারার বিষ দেওয়া হয়েছিল। সেখান থেকেই কোনওভাবে বিষের প্রভাব গিয়ে পড়েছে কি না, তবে মাংস খেয়ে বাড়ির দুই খুদে সদস্যের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!