কেরালায় বানর জ্বরে আক্রান্ত ২৪ বছরের যুবক

0 0
Read Time:2 Minute, 46 Second

নিউজ ডেস্ক কেরালায় ধরা পরল বানর জ্বর। মাত্র ২৪ বছরের যুবক এই জ্বর নিয়ে হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ এই জ্বর নিয়ে সচেতনতা জারি করেছেন। জ্বরে আক্রান্ত এই যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল
তবে বানর জ্বর অত্যন্ত মারাত্মক।

কেরালার থিরুন্নেলি গ্রাম পঞ্চায়েতের পানাভ্যালি আদিবাসী বসতিতে বাস করতেন ওই যুবক। তিনি সংক্রমিত হয়েছেন কায়সানুর ফরেস্ট ডিজিজ (কেএফডি) বা বানর জ্বরে , এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা । ২৪ বছর বয়সী ওই যুবককে মানন্তবাদী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তাকে চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বানর জ্বর হল একটি ভাইরাল হেমোরেজিক জ্বর। এই রোগটি ফ্ল্যাভিভিরিডি পরিবারের অন্তর্গত একটি ভাইরাস দ্বারা সৃষ্ট, সাধারণত এই ধরনের জ্বর বানর দ্বারা সংক্রমিত হয়। ২০২২ সালে কেরালায় বানর জ্বরের সংবাদ এই প্রথম। বানর জ্বরকে ডাক্তারি ভাষায় কায়সানুর ফরেস্ট ডিজিজ বলা হয় । এটি ভাইরাসজনিত জ্বর যা ফ্ল্যাভিভিরিডে পরিবারের অন্তর্গত।

সাধারণত এই ধরনের ভাইরাস বহন করে লাঠি, কাঠ কিংবা পোকামাকড় । নানান পোকামাকড়ের কামড়ে মানুষ সংক্রমিত হয়। শুধুমাত্র মানুষ নয় পাশাপাশি একই সঙ্গে প্রভাবিত হতে পারে বানরও। বিশেষ করে যারা সংক্রমিত মৃত বানরের সংস্পর্শে আসেন তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই জ্বর হলে হঠাত্‍ করে উচ্চ জ্বর, বমি বমি ভাব, ডায়রিয়া, স্নায়বিক ও রক্তক্ষরণজনিত উপসর্গ দেখা দেয়।

এই জ্বর সাধারণত প্রথমে ঠাণ্ডা লাগা হিসেবে মনে হলেও পরে তীব্র ঝাঁকুনি দিয়ে মাথাব্যথা হয়। উপসর্গ শুরু হওয়ার ৪ দিন পর নাক, গলা, মাড়ি এমনকি অন্ত্র থেকে রক্তপাত হয়। এই জ্বরের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৩ থেকে ৮ দিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!