পথ নাটিকার মাধ্যমে অভিনব নির্বচনী প্রচার বিজেপির

0 0
Read Time:2 Minute, 29 Second

নিউজ ডেস্ক নির্বাচন আসলে নিত্য নতুন থিমের আমদানি করে বিভিন্ন রাজনৈতিক দল। ঢাক ঢোল বাজিয়ে হুড খোলা গাড়ীতে প্রচার, সাইকেল করে প্রচার, গানের সাথে নৃত করে প্রচার করতে দেখা গেছে আসানসোল লোকসভার উপনির্বাচনে, এবার নির্বাচনে নতুন সংযোজন পথ নাটিকা। রাজ্যের নাট্য জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ও টিভি এবং সিনেমা জগতের পাপিয়া অধিকারী বৃহস্পতিবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে নাট্য গোষ্ঠীদের নিয়ে পথ নাটিকা করে রীতিমতো সাড়া জাগিয়ে তুলেছেন। পাপিয়া অধিকারী জানান নির্বাচনী প্রচারে ভাষনে প্রার্থীরা এক অপরের বিরুদ্ধে কুৎসা প্রচার করেন কিন্তু পথ নাটিকা এমনই এক জিনিস যা সরকারের বিভিন্ন অসামাজিক, অন্যায় কাজ নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় যা সরাসরি জনগণের মনকে প্রভাবিত করে।

এই পথ নাটিকার প্রভাব এতটাই শক্তিশালী যা জনগণের মনে দাগ কেটে যায়। পাপিয়া অধিকারী জানান গত নির্বাচনের পর অনেক বলিদান হয়েছে সেইসব নিয়ে তাদের মুক্তি নামক সংস্থা বিভিন্ন জায়গায় পথ নাটিকা করে জনগণের মনে দাগ কাটবার চেষ্টা করবে যাতে বলিদানের উত্তর জনগণ আগামী নির্বাচনে দিতে পারে তবে আশাবাদী এই বলিদানের উত্তর আসানসোলের জনগণ, আসানসোলের মেয়ে অগ্নিমিত্র পাল দেবে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল জানান বাংলার ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি পথ নাটিকা সরাসরি জনগণের মনে দাগ কেটে যায়, ভাষণে গালাগালি, মেরে দেব কেটে দেব এইসব বলার থেকে পথ নাটিকা বাংলার বহু পুরনো সংস্কৃতি যেখানে গালাগালি না করে বর্তমান চিত্র ফুটিয়ে তোলা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!