এবার স্কুলশিক্ষার কমিটিতে বড়সড় বদল

0 0
Read Time:2 Minute, 26 Second

এবার থেকে রাজ্যে পড়াশোনা চলবে নিজস্ব শিক্ষানীতিতে। সেই নীতি তৈরির জন্য আগেই বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে কেন্দ্র। আর এবার আরও একধাপ এগোতে চলেছে রাজ্যে শিক্ষা দফতর। আগামী ৬ মে ওই কমিটি আলোচনায় বসবে। সেখানে নয়া শিক্ষানীতিতে কী থাকবে, না থাকবে, তা নিয়ে আলোচনা হবে। শুধুমাত্র স্কুল নয়, কলেজ বা বিশ্ববিদ্য়ালয়ের পড়াশোনাও হনে সেই নীতি অনুসারেই। কেমন হবে সিলেবাস, কী ভাবে ভর্তি প্রক্রিয়া চলবে স্কুল-কলেজে, কোন পথে হবে পঠন-পাঠন, তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। রাজ্য এই শিক্ষানীতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের বিরোধিতার পথে হেঁটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাই কেন্দ্র যখন নয়া নীতি কার্যকর করার জন্য উদ্যোগী হয়েছে, তখনই নতুন নীতি সামনে আনছে রাজ্য।

জানা যায়, ভার্চুয়ালি হবে সেই বৈঠক। সেখানে থাকতে পারেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। বৈঠকে থাকার কথা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। নিজস্ব নীতির একটি নীল নকশা তৈরি করবে রাজ্যের শিক্ষা দফতর।

এদিকে আবার, রাজ্যের স্কুলশিক্ষার বিশেষজ্ঞ কমিটি নতুন করে সাজিয়েছেন ব্রাত্য বসু। চেয়ারম্যান হিসেবে রইলেন অভীক মজুমদারই। কিন্তু বদলে গেল কমিটির গঠন। ৮ টি পৃথক বিষয়ের জন্য আনা হল ৮ জন মেন্টরকে। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপকও রয়েছেন সেই কমিটিতে। মেন্টর ছাড়াও প্রত্যেক বিষয়ের জন্য স্কুল থেকে একজন ও বিশ্ববিদ্যালয় থেকে একজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!