ভারতের মেয়েদের হকিতে উন্নতি, ক্রমতালিকায় ষষ্ঠ

0 0
Read Time:2 Minute, 36 Second

নিউজ ডেস্ক : বিশ্বে ষষ্ঠ স্থানে আসলো ভারতের মহিলা হকি দল। অলিম্পিক্সে সাড়া জাগানো মহিলা হকি দলের এটাই সব থেকে ভালো ফল। স্পেনকে পিছনে ফেলে দিলেন সবিতারা। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতের মহিলা হকি দল।

হকি প্রো লিগে আর্জেন্টিনার বিরুদ্ধে দু’টি ম্যাচই হেরে যাওয়ায় ক্রমতালিকায় এক ধাপ নীচে নেমে গেল স্পেন। ভারতের মহিলা হকি দলের সংগ্রহ ২০২৯.৩৯৬ পয়েন্ট। তাদের উপরে রয়েছে নেদারল্যান্ডস (৩০৪৯.৪৯৫), আর্জেন্টিনা (২৬৭৪.৮৩৭), অস্ট্রেলিয়া (২৪৪০.৭৫০), ইংল্যান্ড (২২০৪.৫৯০) এবং জার্মানি (২২০১.০৮৫)। সপ্তম স্থানে নেমে গেল স্পেন। তাদের সংগ্রহ ২০১৬.১৪৯ পয়েন্ট।

হকি প্রো লিগে ভারতীয় মেয়েদের দল রয়েছে তৃতীয় স্থানে। আটটি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। ভারতের পরের ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে। ১১ এবং ১২ জুন বেলজিয়ামে হবে সেই ম্যাচ

উল্লেখ্য, ভারতের কোচ জানেকে স্কপমান বলেন, “দল হিসাবে আমরা উন্নতি করেছি। আরও উন্নতি করতে চাই। মেয়েদের হকিতে ধারাবাহিকতা দেখাতে চাই আমরা। ক্রমতালিকায় এই উন্নতি প্রমাণ করে যে আমরা সঠিক দিকে এগোচ্ছি। সামনেই হকি প্রো লিগ এবং বিশ্বকাপ। উন্নতি করলেও যে কোনও সময় পারফরম্যান্স পড়ে যেতে পারে। ফলে ক্রমতালিকায় আবার নেমে যেতে পারি। সেই জন্য নিজেদের খেলার দিকে নজর রাখতে হবে।”

এছাড়াও এদিন অধিনায়ক সবিতা বলেন, “এটা শেষ কয়েক মাসে আমাদের পরিশ্রমের ফল। দলগত ভাবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি এবং সাফল্য পেয়েছি। আমরা গর্বিত যে সবাই উন্নতি করছি এবং শিখছি। আগামী দিনে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আমরা আত্মবিশ্বাসী সেখানেও ভাল খেলব এবং উন্নতি করব।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!