Wimbledon 2022: অষ্টমবার অল ইংল্যান্ড ফাইনালে পৌঁছলেন জকোভিচ

0 0
Read Time:3 Minute, 27 Second

শাশ্বতী চ্যাটার্জি::উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ।

ব্রিটিশ প্রতিযোগী ক্যামেরুন নোরিকে চার সেটের ম্যাচে পরাজিত করে উইম্বলডন ২০২২-এর ফাইনালে জায়গা করে নিলেন সার্বিয়ার তারকা। খেলার ফল ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। অল ইংল্যান্ডের ফাইনালে অস্ট্রেলীয় প্রতিযোগী নিক কিরগিয়সের মুখোমুখি হবেন জকোভিচ। খেতাবি লড়াইয়ে ফেভারিট হিসেবেই শুরু করবেন জোকার।

ব্রিটিশ প্রতিপক্ষ ক্যামেরুনের বিরুদ্ধে শীর্ষ বাছাই জকোভিচ শুরু থেকেই ছিলেন ফেভারিট। কিন্তু অপ্রত্যাশিত ভাবে প্রথম সেটটি পরাজিত হন তিনি। ঠিক যে কোয়ার্টার ফাইনালের অ্যাকশান রিপ্লে। স্কিনারের বিরুদ্ধে প্রথম দুই সেটে ফেরে পরবর্তী তিনটি সেটে পর পর জিতে ফাইনালে পৌঁছেছিলেন জোকার। যে ভাবে প্রথম দুই সেটে ইতালির প্রতিপক্ষের বিরুদ্ধে হারের পর ম্যাটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সার্বিয়ান তারকা, সেই একই ছন্দে ধরা দিলেন সেমিফাইনাল ম্যাচে।

প্রথম সেটে ক্যামেরুন নোরি দাঁড়াতেই দেননি জকোভিচকে। ৬-২ ব্যবধানে জিতে নেন সেট। ক্যামেরুনের কোনও জবাব ছিল না জোকারের কাছেই। একই রকম ভাবে নিজের সার্ভেও সর্বায়ির তারকা গেম বের করতে পারছিলেন না। তবে, সেটা ওই প্রথম সেটেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী তিনটি সেট অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেট সাক্ষী থাকল জকোভিচের ফিরে আসার।

প্রথম সেটে যেই ক্যামেরুনকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল সেই ২৬ বছর বয়সী তারকার সব রকম প্রচেষ্টা হঠাৎই যেন ম্যাচ থেকে উধাও হয়ে যায়। শুধু দ্বিতীয় সেটেই নয়, তৃতীয় এবং চতুর্থ সেটেও সেন্টার কোর্টে চলে জোকার রাজ। পর পর তিনটি সেট তিনি জেতেন ৬-৩, ৬-২, ৬-৪ ব্যবধানে। রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে ২১তম গ্র্যান্ড স্ল্যাম এবং সপ্তম উইম্বলডন খেতাবের লড়াইয়ে নামবেন জকোভিচ। বিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরিয়স, যাঁকে এখনও পর্যন্ত দু’টি সাক্ষাতে এক বারও হারাতে পারেননি জোকার। উইম্বলডনের ফাইনালে পৌঁছনোর সঙ্গে নতুন একটি রেকর্ড তৈরি করলেন জকোভিচ। পুরুষ টেনিস তারকাদের মধ্যে সব থেকে বেশি বার গ্র্যান্ডস্ল্যামে ফাইনালে পৌঁছনার নজির গড়লেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!