বসিয়ে দেওয়া হোক স্পাইস জেটের সব বিমান!

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্ক:: স্পাইস জেটের সব বিমান বসিয়ে দেওয়ার আবেদন করে দিল্লি হাইকোর্টের এক আবেদন জমা পড়েছে।

সেখানে বলা হয়েছে, জীবন ও সম্পদের বড় ক্ষতি এড়াতে এবং বড় ঘটনা এড়াতে এখনই স্পাইস জেটের সব বিমান বসিয়ে দেওয়া উচিত। এব্যাপারে আবেদনকারী বেসরকারি এই বিমান সংস্থার একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন।

রাহুল ভরদ্বাজ নামে এক আইনজীবী আদালতে করা আবেদন বলেছেন স্পাইসজেট নিরাপদ. দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। স্পাইস জেটের কাজকর্ম সঠিকভাবে পরিচালিক হচ্ছে কিনাতা তদন্ত করে দেখতে কমিশন গঠনের দাবিও তিনি আদালতের কাছে করেছেন।

দেশের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ স্পাইশ জেটকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। সেখানে গত ১৮ দিনে বিমান সংস্থার একাধিক বিমানে যে প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছে, তার উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে আটটি ত্রুটির সম্মুখিন হয়েছিল স্পাইসজেট। ডিজিসিএ-র তরফে পর্যালোচনায় দেখা গিয়েছিল অভ্যন্তরীণ নিরাপত্তার তদারকিতে যেমন ত্রুটি রয়েছে। ঠিক তেমনই রক্ষণাবেক্ষণও অপ্রতুল। যার জেরে বিমান সংস্থারনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর প্রেক্ষিতে স্পাইসজেটের তরফে বলা হয়েছিল তারা সতর্কতা জোরদার করবে এবং পর্যবেক্ষণো জোরদার করবে। বিবৃতিতে বিমান সংস্থার তরফে জানানো হয়েছিল তারা যাত্রী ও ক্রুদের যাত্রা নিরাপদ করতে প্রতিশ্রুতি বদ্ধ।প্রসঙ্গত মঙ্গলবার গত কয়েকদিনে অষ্টম ত্রুটির ঘটনা ঘরা পড়ে। যেখানে চিনগামী বিমান কলকাতায় ফিরে আসে। পাইলটরা টেকঅফের পরে বুঝতে পারেন, বিমানের আবহাওয়ার রেডার কাজ করছে না।

ডিজিসিএ-র নোটিশের প্রেক্ষিতে দেশের অসামরিক বিমানন পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন যাত্রীদের সুরক্ষা সব থেকে আগে। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে এদিন নিজের মন্ত্রক এবং তার অধীনে থাকা ডিজিসিএ-র সিনিয়র আধিকারিকজের
নিয়ে তিনি বৈঠক করেন। আধিকারিকদের কাছ থেকে মন্ত্রী এব্যাপারে পুরো খবরাখবর নেন বলে জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!