Cricket:আইসিসি ক্রমতালিকায় অবনতি বিরাট কোহলির

0 0
Read Time:3 Minute, 49 Second

নিউজ ডেস্ক::আইসিসি ক্রমতালিকায় নিজের স্থান হারালেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

বর্তমান ভারত অধিনায়ক এবং প্রাক্তন ভারত অধিনায়ক এক ধাপ করে নীচে নেমে গিয়েছেন। একই সঙ্গে আইসিসি’র ক্রমতালিকায় শীর্ষ স্থান হাত ছাড়া করেছেন জসপ্রীত বুমরাহ।

বুধবার আইসিসি’র তরফ থেকে প্রকাশিত ওডিআই ক্রমতালিকায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে না খেলার ফলে শীর্ষ স্থান হাতছাড়া করেছেন জসপ্রীত বুমরাহ, তাঁর পরিবর্তে আইসিসি’র তালিকায় শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ব্যাটসম্যানদের তালিকায় প্রত্যাশিত ভাবেই এক নম্বরে রয়েছেন বাবর আজম। ৮৯২ রেটিং নিয়ে বাবর আজম রয়েছে এক নম্বর স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন ইমাম-উল-হক (৮১৫ রেটিং)। তিন ধাপ উপরে উঠে ৭৯৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রসি ভান ডার ডুসেন। এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি (৭৯০ রেটিং)। রোহিত শর্মা রয়েছেন পঞ্চম স্থানে ৭৮৬ রেটিং সংগ্রহ করে। দুই ধাপ নেমে দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক- ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৭৮০ পয়েন্ট নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।

অপর দিকে, জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচ না খেলার ফলে প্রথম স্থান হাতছাড়া করেছেন। এক রেটিং বেশি নিয়ে বুমরাহকে ছাপিয়ে গিয়েছেন ট্রেন্ট বোল্ট। ৭০৪ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার। এক পয়েন্ট কম নিয়ে অর্থাৎ ৭০৩ রেটিং নিয়ে জসপ্রীত বুমরাহ রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, তাঁর সংগৃহীত রেটিং ৬৮১। ৬৭৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানী রয়েছেন জস হ্যাজেলউড। আফগানিস্তানের মুজিব উর রহমান প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন। ৬৭৬ রেটিং নিয়ে তরুণ আফগান পেসার রয়েছেন পঞ্চম স্থানে। দশ নম্বরে রয়েছেন তারকা আফগান স্পিনার রশিদ খান, তাঁর সংগৃহীত রেটিং ৬৫১। 

অপর দিকে, অলরাউন্ডারদের তালিকায় ১৩ ধাপ উঠে প্রথম দশে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া, আট নম্বরে রয়েছেন তিনি। অলরাউন্ডারের তালিকায় চার ধাপ নীচে নেমে গিয়েছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা ইংল্যান্ডের বিধ্বংসী ক্রিকেটার বেন স্টোকস। প্রথম দশ থেকে বেরিয়ে ১১ নম্বরে রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতানো ঋষভ পন্থ ২৫ ধাপ উঠে ৫২ নম্বরে উঠে এসেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!