একটি পেঁয়াজ পাওয়া গিয়েছে, যত খোসা ছাড়াবে ততই তথ্য

0 0
Read Time:4 Minute, 16 Second

নিউজ ডেস্ক::মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে মিলেছে টাকার পাহাড়।

সেখানে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকার পাহাড়ই মেলেনি, মিলেছে আলিবাবার বাক্সর মতো ৭৬ লক্ষ টাকার গয়না। রবিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পর ইডির আইনজীবীরা তাঁদের সওয়ালে অর্পিতা মুখোপাধ্যায়কে পেঁয়াজের সঙ্গে তুলনা করে তাঁকে নিজেদের হেফাজতে চান।

ইডির সূত্রে এদিন বিচারকের সামনে সওয়াল জবাবে বলা হয়, একটা পেঁয়াজ পাওয়া গিয়েছে, খোসা ছাড়ালেই তথ্য বেরোবে। অর্থাৎ এই বিরাট দুর্নীতি মামলায় এমন একজনকে পাওয়া গিয়েছে, তাঁকে যত জেরা করা হবে তত তথ্য বেরোবে। তাই তাঁকে ইডি হেফাজতে নেওয়া জরুরি। ইডির আইনজীবীরা আদালতে দাবি করেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে টাকার পাহাড়। এবার তাঁকে জেরা করলে তথ্যের পাহাড়ও বেরিয়ে আসবে।

শনিবার রাতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তারপর রাতেই তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল টেস্টের জন্য। রবিবার সকালে মেডিকেল টেস্ট করিয়ে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। এরপর সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা তাঁর যে কোনও শর্তে জামিনের আবেদন করেন। আইনজীবীরা বলেন, অর্পিতা মুখোপাধ্যায় সমস্তরকমভাবে তদন্তে সহযোগিতা করবেন। তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু তাঁদের সেই দাবির বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। এমনকী তিনি যাতে এসএসকেএম ভর্তি হতে না পারেন, সেই আবেদনও জানানো হয়। জানানো হয়, জোকা ইএসআই হাসপাতালের রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা নেই। আদালত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়ে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

আদালতে সওয়াল-জবাব চলাকালীনই ইডির আইনজীবীরা অর্পিতা মুখোপাধ্যায়কে পেঁয়াজের সঙ্গে তুলনা করে যত খোসা ছাড়ানো হবে, ততই তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেন। সেইসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া সোনার গয়নাগুলিকে আলিবাবার বাক্সের সঙ্গে তুলনা করেন। আলিবাবার বাক্সে যেমন মণি-মাণিক্য পাওয়া গিয়েছিল, তেমনই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছে।

এছাড়া তাঁরা বাড়িতে মিলেছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়া বিদেশি মুদ্রাও মিলেছে ৫৪ লক্ষ টাকার। মিলেছে ৮টি ফ্ল্যাট ও জমি এবং ১৮টি মোবাইল ফোন। এছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম লেখা কিছু কাগজপত্রও মিলেছে। ইডি আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন তোলে, কোথা থেকে পেলেন এত টাকা, সোনা। ইডি মনে করছে, প্রচুর নামে ও বেনামে সম্পত্তি রয়েছে। আরও অনেক কিছু মিলবে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!