‘অমিত শাহের ডেপুটিই জেল খেটে সাংসদ হয়েছেন’

0 0
Read Time:4 Minute, 39 Second

নিউজ ডেস্ক ::‘দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই যেখানে ডাকাতির অভিযোগে জেল খাটেন, সেখানে দু’একটা গরু পাচার হবে, তাতে আর আশ্চর্যের কী’, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

তিনি অভিযোগ করেছেন কোচবিহারের বিজেপি সাংসদ নাকি জেল খেটেছেন। প্রসঙ্গত উল্লেখ্য িনশীথ প্রামানিকের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি নাকি বাংলাদেশের নাগরিক এমনই দাবি করে অভিযোগ করা হয়েছিল।

অনুব্রতর গ্রেফতারি নিয়ে ফুঁসে উঠেছেন দলনেত্রী। পথে নেমে দলীয় কর্মীদের প্রতিবাদে সামিল হতে বলেছেন তিনি। নেত্রীর বার্তা পেতেই চাঙ্গা নেতা মন্ত্রীরা। একের পর এক নেতা মন্ত্রী বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন। সৌগত রায়, অসিত মজুমদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সুর চড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা কোচবিহারের বিধায়ক উদয়ন গুহ। তিনি সরাসরি অমিত শাহের ডেপুটি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে নিশানা করেছেন। উদয়ন গুহ বলেছেন, ‘দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই যেখানে ডাকাতির অভিযোগে জেল খাটেন, সেখানে দু’একটা গরু পাচার হবে, তাতে আর আশ্চর্যের কী’।
বরাবরই বিতর্কিত মন্তব্য করার প্রবণতা রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। এর আগেও একাধিকবার বিজেপিকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেছেন তিিন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গরু পাচার কাণ্ডে অনুব্রতর গ্রেফতারি নিয়ে এক প্রকার ফুঁসে উঠেছেন তিিন। উদয়ন গুহ বিজেপিকে কটাক্ষ করে বলেেছন, ‘আমরা কোনওদিনই দেখিনি যে অনুব্রত গরুর দড়ি নিয়ে বর্ডারে যাচ্ছে গরু টানতে টানতে তা পাচার করবে বলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিমন্ত্রী, তিনি আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলায় ৪২ দিন জেল খেটেছিলেন। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জেল খাটেন সোনার দোকানে ডাকাতির অপরাধে বা অভিযোগে, সেখানে গরু পাচার দু-একটা হবে, এতে আশ্চর্য হওয়ার কী আছে ?’

গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই হেফাজতে জেরা চলছে তাঁকে। ইডি সিবিআইয়ের একের পর এক টিএমসি নেতাদের গ্রেফতারি নিয়ে ফুঁসে উঠেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকেই একের পর এক নেতা মন্ত্রী বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বিস্ফোর অভিযোগ করেছেন। কয়েকদিন আগেই সৌগত রায় বলেছেন, ‘যাঁরা টিএমসির সমালোচনা করবেন তাঁদের চামড়া দিয়ে জুতো তৈরি করব।’

নিশীথ প্রামাণিককে নিশানা করার পাশাপাশি উদয়ন গুহ দুই কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআইকেও নিশানা করেছেন। তিিন রীতিমত কটাক্ষ করে বলেছেন, ‘ গরুপাচার কাণ্ডের তদন্তে যদি এ ব্যাপারে ইডির ক্ষমতা থাকে, সিবিআইয়ের ক্ষমতা থাকে, তাহলে তারা বিএসএফের আধিকারিকদের ডাকুক বেশি করে প্রতিটি সীমান্ত এলাকায়। আর তাঁদের মাথার ওপর যে মন্ত্রীরা আছেন, তাঁদের ডেকে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করতে পারে তাহলে বুঝতে পারব, ইডি-সিবিআই নিরপেক্ষ।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!