টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

0 0
Read Time:4 Minute, 15 Second

নিউজ ডেস্ক::মঙ্গলবার আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ১৫-সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট। অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দলে ডাক পেয়েছেন ফিন অ্যালেন এবং মাইকেল ব্রেসওয়েল। গত বছর যে দল টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রায় সেই দলকেই ধরে রাখার চেষ্টা করা হয়েছে। দলে নতুন মুখ বলতে এই দুই ক্রিকেটার।

২০২১ টি-২০ বিশ্বকাপের আগে কাফ মাসেলে লকি ফার্গুসন চোট পাওয়ায় তাঁর পরিবর্তে ডাক পেয়েছিলেন অ্যাডাম মিলনে, এই বার লকি থাকলেও দলে রয়েছেন মিলনে। প্রথম পছন্দ উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ডেভন কনওয়ে। সংযুক্ত আরব আমিরশাহীতে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্প্রতি হওয়া সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত বছর বিশ্বকাপের স্কোয়াডে যাঁরা ছিলেন তাদের মধ্যে কাইল জেমিসন এ বার নেই কারণ তিনি পিঠের চোট কাটিয়ে ওঠার জন্য রিহ্যাবে রয়েছে। নির্বাচিত হতে পারেননি টোড অ্যাস্টল এবং টিম শেফার্ড।’

নিউজিল্যান্ডের ১৫-সদস্যের দলে সুযোগ পেয়েছেন মার্টিন গাপ্টিল। আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর স্কোয়াডে জায়গা পাওয়ার ফলে ডোয়েন ব্র্যাভো, ক্রিস গেইলের মতো সাতটি টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার নজির তৈরি করলেন গাপ্টিল। সব থেকে বেশি সংখ্যক টি-২০ বিশ্বকাপ খেলতে চলেছেন রোহিত শর্মা এবং শাকিব আল হাসান। এই ক্রিকেটার অষ্টম বার এই প্রতিযোগীতায় নামতে চলেছেন। এর আগে নিউজিল্যান্ডের হয়ে ছয় বার বিশ্বকাপে খেলেছেন নাথান ম্যাকালাম এবং রস টেলর।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এ ছাড়া মেলবোর্নে তারা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে এবং ব্রিসবেনের গাব্বায় খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দু’টি কোয়ালিফায়ার ম্যাচ তারা খেলবে সিডনি এবং অ্যাডিলেডে। বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার মুহূর্তটা বরাবরই বিশেষ। নির্বাচিত ১৫ জন ক্রিকেটারকে আমি শুভেচ্ছা জানাতে চাই। ফিন এবং মাইকেল প্রথম আইসিসি ইভেন্টে খেলতে চলেছে। মার্টিন সপ্তম টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে যেটা নিঃসন্দেহে একটা অসাধারণ অ্যাচিভমেন্ট।’

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালান, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপ্টিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!