দুর্গাপুজো কার্নিভালে নতুন নিয়ম প্রয়োগ

0 0
Read Time:2 Minute, 34 Second

নিউজ ডেস্ক::আগামীকাল বিকেলে মুখ্যমন্ত্রী উদ্ভাবিত পুজো কার্নিভাল।এবছর পুজো কার্নিভালে নতুন কিছু ভাবনা দেখা যাবে বলেই সূত্রের খবর।কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ।
কার্নিভালে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশের। । মোট ১০০টি পুজো অংশ নিচ্ছে। ৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরার সেরা ৪২টি পুজো, সেরা ভাবনায় ১৯টি পুজো, সেরা পরিবেশ বান্ধব ১৬টি পুজো, বিশেষ পুরস্কার পাচ্ছে ২২টি পুজো। সকাল সাড়ে এগারোটা থেকে বেলা বারোটার মধ্যে পুজো কমিটিগুলোকে রেড রোডে ঢুকতে হবে। ৩টে ট্রেলার বা ট্যাবলো নিয়ে যেতে পারবে পুজো কমিটিগুলি। শোভাযাত্রায় সর্বাধিক ৫০ জনের থাকার অনুমতি। মুখ্যমন্ত্রীর জন্য কোনও উপহার নিয়ে আসতে পারবে না পুজো কমিটিগুলি।


শনিবার বিকাল সাড়ে ৪ টে থেকে শুরু হবে কার্নিভাল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে মোট ৯৯ টি পুজো কমিটির প্রতিমা আসবে কার্নিভালে। প্রয়াত সুব্রত মুখার্জির স্মরণে এ বছর এগডালিয়া এভারগ্রিন কার্নিভালে থাকছে না।সেক্ষেত্রে কার্নিভাল শেষ হতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই মোতাবেক প্রস্তুতি রেখেছ কলকাতা পুলিশ।


কলকাতার পাশাপাশি শুক্রবার জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। যেমন দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দান থেকে শুরু হবে দুর্গাপুজোর কার্নিভাল। শেষ হবে গান্ধী মোড় ময়দানে। প্রিয়দর্শিনি ইন্দিরা সরণিতে মহিলা মহাবিদ্যালয়ের সামনে মূল মঞ্চ তৈরি করা হয়েছে।যদিও জলপাইগুড়ি প্রশাসন মালের দুর্ঘটনার জন্য এবছর পুজো কার্নিভাল স্থগিত রেখেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!