শাহী সাক্ষাতের পরেই মুখ খুললেন শুভেন্দু!

0 0
Read Time:3 Minute, 51 Second

নিউজ ডেস্ক::সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত বিজেপির অন্দরে কোন্দল স্পষ্ট। বিশেষ করে শুভেন্দুর ডিসেম্বর ধামাকা মন্তব্যে দলের মধ্যেই একটা অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি প্রকাশ্যে শুভেন্দু-দিলীপ ঘোষের সংঘাত দেখা গিয়েছে।

আর এর মধ্যেই ঝটিকা সফরে এসে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। শুক্রবার রাতে কলকাতাতে নেমেই সোজা চলে যান বঙ্গ বিজেপির দফতরে। সেখানেই চলে এই বৈঠক।

আর এই বৈঠকে পরেই উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি শিবির। এমনটাই মত শুভেন্দু-সুকান্তদের। আজ শনিবার দমদম বিমানবন্দরে শাহের সঙ্গে দেখা হয় সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের। মিনিট খানেক কথা হয়। আর এরপরেই সাংবাদিক বৈঠক করেন দুজনে। আর সেখানে শুভেন্দু-সুকান্তদের দাবি, আলোচনা বেশ সদর্থক হয়েছে। এতে উচ্ছ্বসিত তাঁরা। শুধু তাই নয়, সেই বৈঠকে এমন কিছু কথা হয়েছে যেখানে স্পষ্ট যে খুব শীঘ্রই বাংলাতে আচ্ছে দিন আসছে বলে দাবি সুকান্ত মজুমদারের। তবে কি নিয়ে আলোচনা কিংবা কথা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।

কার্যত একই কথা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কথাতেও। বলেন, অল্প সময় হলেও অমিত শাহ রাজ্য এসেছেন এবং আমাদের সঙ্গে বৈঠক করেছন। তবে সেই বৈঠকে একটি বাক্য চর্চিত হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। আর সেই প্রসঙ্গ টেনেই তাঁর দাবি, টাইম হো গ্যায়া…! তবে এর অর্থ এখনই স্পষ্ট করবেন না বলে দাবি শুভেন্দু’র। এমনকি কে এই কথা বলেছেন তাও জানাবেন না বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ডিসেম্বর জল্পনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। আর এর মধ্যেই নয়া দাবি ঘিরে ফের জল্পনা।

তাহলে কি ফের জানুয়ারিতে কিছু ঘটতে চলেছে? জল্পনার মধ্যেই প্রশ্ন ছুঁড়ে দেন এক সাংবাদিক। তবে বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান বিরোধী দলনেতা। তবে শাহের সঙ্গে শুক্রবারের বৈঠক নিয়ে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। তবে পশ্চিমবঙ্গে বড়সড় ডাকাত, অত্যাচারী, চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা আইন এবং সংবিধান মেনে হবে বলে আশা নন্দীগ্রামের বিধায়কের। একই বলেন, কালকের বৈঠকে আমি উচ্ছ্বসিত এবং উৎসাহিত।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে শাহের সঙ্গে বাংলার নেতাদের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাতে পঞ্চায়েত ভোটে বাংলার নেতারাই যথেষ্ট বলে দাবি সুকান্ত মজুমদারের। গতবারের থেকেও বেশি পঞ্চায়েত সদস্য এবার জেতানোর চ্যালেঞ্জ নিয়েছে বলে দাবি তাঁর। তবে সমস্ত তথ্য অমিত শাহকে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!