বিবিসির অফিসে আয়কর হানা!

0 0
Read Time:1 Minute, 58 Second

নিউজ ডেস্কঃ এবার দিল্লি এবং মুম্বাইয়ে বিবিসি অর্থাৎ ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ এর কার্যালয়ে আয়কর হানা। আয়কর অধিকারীকরা অফিসে উপস্থিত থাকা সমস্ত সংবাদকর্মীর মোবাইল ফোন জমা রাখেন বলে সুত্রের খবর। তারপর জোরকদমে চলে তল্লাশি। কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হঠাৎ বিবিসির অফিসেই কেন তল্লাশি আয়কর অধিকারীকের।

বিবিসির বিতর্কিত তথ্যচিত্র, ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ দুই পর্বেই প্রকাশিত হয়। ঘটনাচক্রে কয়েক সপ্তাহ আগেই তা প্রকাশিত হয়। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় ২০০২ সালে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা নিয়ে গবেষণা করে এই তথ্যচিত্রটি তৈরি করে ব্রিটেনের সংবাদমাধ্যমটি।

কিন্তু তা ভরতে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার। সমস্ত স্যোশাল মিডিয়া থেকে সেই তথ্যচিত্র ডিলিট করার নির্দেশ দেয়। বলা হয় টুইটার, ইউটিউব এর থেকে ঐধরনের ভিডিও মুছে ফেলতে হবে।  বিভিন্ন জায়গায় সরকারি বাধা উপেক্ষা করে তথ্যচিত্রটির প্রদর্শনের ব্যবস্থা করে।  তথ্যচিত্রটি পড়ুয়ার বিশ্ব বিদ্যালয়ের চত্বরে দেখান। এমতাবস্থায় মঙ্গলবার জানা যায়, ওই তথ্যচিত্রের নির্মাতার দিল্লির ও মুম্বইয়ের অফিসে আয়কর দফতরের তল্লাশি চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!