রাহুল গান্ধীকে সতর্ক করলেন উদ্ধব ঠাকরে

0 0
Read Time:4 Minute, 7 Second

নিউজ ডেস্ক : সাভারকার ইস্যুতে এবার কার্যত বিরোধী জোটে ফাটল তৈরি হয়েছে। শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে সাভারকারকে নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য ডিসকোয়ালিফায়েড এমপি রাহুল গান্ধীকে সতর্ক করেছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সাভারকারকে অবমাননা বিরোধী জোটে ফাটল তৈরি করবে।

উদ্ধব ঠাকরে বলেছেন, তিনি হিন্দুত্ববাদী ভিডি সাভারকারকে তাঁর আইডল হিসেবে বিবেচনা করেন। কংগ্রেস নেতা যেন তাঁকে (সাভারকার) অপমান করা থেকে বিরত থাকেন। তিনি আরও বলেছেন, সাভারকার আন্দামানের সেলুলার জেলে ১৪ বছরের সাজা খেটেছেন। সেই সময় তাঁর ওপরে অকল্পনীয় অত্যাচার হয়েছে। বিষয়টিকে সাভারকারের ত্যাগ বলেই বর্ণনা করেছেন উদ্ধব। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সাভারকারের অপমান তাঁরা সহ্য করবেন না।

উদ্ধব ঠাকরে এখানেই থেমে থাকেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাহুল গান্ধী সাভারকার নিয়ে নিজের মন্তব্য অনড় থাকলে অর্থাৎ অপমান করতে থাকলে বিরোধী জোটে ফাটল তৈরি হবে।
শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বলেছেন, সাভারকার তাঁদের কাছে ঈশ্বরের মতো। তাঁর প্রতি কোনও অসম্মান সহ্য করা হবে না। তাঁরা লড়াই করতে প্রস্তুত, তবে সেখানে ঈশ্বরের অপমানের মতো কিছু তারা সহ্য করবেন না।

নাসিকের মুসলিম অধ্যুষিত মালেগাঁওয়ের সমাবেশে উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রে গণতন্ত্র রক্ষার জন্য উদ্ধর গোষ্ঠী, কংগ্রেস ও এনসিপির মধ্যে জোট তৈরি হয়েছিল। তিনি বলেছেন, রাহুল গান্ধীকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে। কিন্তু তাতে যদি সময় নষ্ট করা হয়, তাহলে গণতন্ত্রের অস্তিত্বই শেষ হয়ে যাবে।

মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে বিজেপিকে নিশানা করে উদ্ধব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই ভারত নয়। তিনি প্রশ্ন করেছেন, এইজন্যই কি ভারতের স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন। মোদীকে প্রশ্ন করা মানে ভারতকে অপমান করা নয়। বলেছেন উদ্ধব ঠাকরে। বিজেপিকে নিশানা করে ঠাকরে বলেছেন, দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক নেই, তারাই দেশের গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছে। হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে মোদী সরকারকে রাহুল গান্ধীর প্রশ্ন করার প্রশংসা করেছেন উদ্ধব। তিনি বলেছেন আদানির ফার্মে ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এসেছে, প্রধানমন্ত্রীর উচিত ছিল তার জবাব দেওয়া।

বিজেপির তরফ থেকে সংসদের বাইরে ভিতরে রাহুল গান্ধীর কাছে বারে বারে ক্ষমা চাওয়ার দাবি করা হচ্ছে। এব্যাপারে মোদী পদবী নিয়ে ফৌজদারি মানহানির মামলায় সাংসদ পদ খারিজ হওয়ার পরে রাহুল গান্ধী বলেন, তাঁর নাম সাভারকার নয়, তাঁর নাম গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চাননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!