ইডেনে বিরাটের সঙ্গে শাহরুখের নাচ

0 0
Read Time:4 Minute, 25 Second

নিউজ ডেস্ক::ইডেনে চলতি আইপিএলের প্রথম হোম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। নাইটরা জিততেই অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শেষ হতেই মাঠে চলে যান শাহরুখ খান। তাঁর সঙ্গে ছিলেন কন্যা সুহানা।

শাহরুখ কেকেআর ও আরসিবির ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। তারপর কিং খানের অনুরোধে তাঁর সঙ্গে পাঠান ছবির নাচের তালে বিরাট কোহলির ডান্সিং মুভ বাড়তি পাওনা হলো ক্রিকেটপ্রেমীদের। ইডেনের গোটা মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন নাইট কর্ণধার।

শাহরুখ খান বাংলার অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ভাই শাহরুখের দল জিততেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক বার্তায় লেখেন, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে জেতা খুব স্পেশ্যাল। কলকাতা নাইট রাইডার্সকে হার্দিক অভিনন্দন। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সেরাটা দিয়েছেন।

আগামী ম্যাচগুলির জন্য নাইটদের শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ খানও চলতি মরশুমে নাইটদের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে এলেন। তিন বছরেরও বেশি সময় পর কেকেআর হোম ম্যাচ খেলল ক্রিকেটের নন্দনকাননে। কন্যাকে নিয়ে শাহরুখ ছিলেন। জুহি চাওলা, জয় মেহতারাও ছিলেন ইডেনে। একসঙ্গে তাঁরা খেলা দেখেন। ম্যাচের আগে টিম বাসে প্লেয়ারদের শুভেচ্ছাও জানিয়েছিলেন জুহি।

ম্যাচ শেষ হওয়ার পর শাহরুখ মাঠে যান। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। বিরাট কোহলি ও শাহরুখ খানের জনপ্রিয়তা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর টক্কর চলেছিল দুই ভক্তের মধ্যে। এদিন বিরাট কোহলির সঙ্গে আলিঙ্গন করেন কিং খান। দুজনে কথাও বলেন। সেখানে ছিলেন ম্যাচের নায়ক শার্দুল ঠাকুর। বিরাটকে শাহরুখ নাচতে বলেন। দুজনে একসঙ্গে নাচলেনও।

পাঠান ছবি হিট হওয়ার পর কিং খান এদিন শহরে। তার উপর ম্যাচ জিতল কেকেআর। খেলা শেষ হতেই শাহরুখ ইডেন প্রদক্ষিণ করেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করেন। এদিন তিনি মাঠে এসেছিলেন টসের পর, খেলা শুরুর আগে। তখন বি ব্লকে কর্পোরেট বক্স থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। ম্যাচের শেষেও দর্শকদের দিকে হাত নাড়েন কিং খান।

শাহরুখের মাঠ প্রদক্ষিণ যখন শেষ তখন চেনা স্টাইলে হাত তুলে আরও একবার দর্শকদের মাতিয়ে দিলেন। শাহরুখের কন্যা তখন পুরস্তার বিতরণী অনুষ্ঠানে। এই অনুষ্ঠান শেষ হতে শাহরুখ সুহানাকে নিয়ে ইডেনের প্রায় মাঝখানে চলে যান। কন্যাকে নিয়ে ছবিও তোলেন কিং খান। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি কর্তাদের সঙ্গেও মিলিত হন শাহরুখ। তাঁর ও কেকেআর ভক্ত বিশেষ চাহিদাসম্পন্ন এক অনুরাগীর সঙ্গেও দেখা করেন কিং খান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!