সচিন তেন্ডুলকরকে জন্মদিনে মরুঝড় তোলার বিশেষ সম্মান

0 0
Read Time:2 Minute, 44 Second

নিউজ ডেস্ক::সিডনির পর শারজা। সচিন তেন্ডুলকরের জন্মদিনে বিশেষ সম্মান প্রদর্শন। এই স্টেডিয়ামেই নিজের ২৫ বছরের জন্মদিনে মরুঝড় তুলেছিলেন মাস্টার ব্লাস্টার।

সচিনের বিধ্বংসী শতরানের সৌজন্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল ভারত। সচিনের সেই ইনিংস জনপ্রিয় মরুঝড় বলেই। আর সেই ইনিংসের ২৫ বছর পূর্তিতেই এবার চমক দিল শারজা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম দিকের গ্যালারিকে এতদিন বলা হতো ওয়েস্ট স্ট্যান্ড। এবার তার নাম বদলে রাখা হলো সচিন তেন্ডুলকর স্ট্যান্ড। গতকালই অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দুটি গেট সচিন ও লারার নামাঙ্কিত করা হয়েছে।

সচিন তেন্ডুলকর এ প্রসঙ্গে লারার সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ক্রিকেটবিশ্বে আমার পছন্দের স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম সিডনি। সেখানে এই সম্মান পাওয়া বিশেষ সম্মানের। আমার বন্ধু লারার সঙ্গে সেখানে আমার নাম রাখার বন্দোবস্ত করা সেরা উপহারগুলির মধ্যে অন্যতম।

শারজা ক্রিকেটের চিফ এগজিকিউটিভ খালাফ বুখাতির বলেন, সচিন তেন্ডুলকরের জন্মদিন উদযাপন আমি ভুলতে পারি না। তিনি শারজা স্টেডিয়ামের সকলকে মন্ত্রমুগ্ধের মতো মাতিয়ে দিয়েছিলেন। আমিও তাঁদের একজন হতে পেরে ভাগ্যবান মনে করি। এই দিনটি শুধু সচিন নন, আমরা যাঁরা তাঁর ইনিংস দেখেছিলাম সকলের কাছেই তা স্পেশ্যাল।

১৯৯৮ সালে শারজায় ছিল ত্রিদেশীয় সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৭২ তুলেছিল। ধুলোঝড়ের জন্য ফাইনাল খেলা মিনিট ২৫-এর জন্য বন্ধ ছিল। ভারত চ্যাম্পিয়ন হয় ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে। সচিন তেন্ডুলকর ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩১ বলে ১৩৪ রান করেছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!