বিশ্বকাপে সরাসরি কোন ৮ দেশ?

0 0
Read Time:3 Minute, 41 Second

নিউজ ডেস্ক : অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেল কোন ৮ দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। নেদারল্যান্ডস সিরিজ পূর্ণশক্তি নিয়ে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে আইপিএলে প্রোটিয়া ক্রিকেটারদের অনেকেই দেরিতে আসেন।

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের ফলাফলের উপর নির্ভর করছিল প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেই বিষয়টি। যদিও এবার কেটে গেল যাবতীয় সংশয়। চেমসফোর্ডের আবহাওয়াও কপাল খুলে দিল দক্ষিণ আফ্রিকার।

আয়ারল্যান্ড-বাংলাদেশ ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এরপর বাকি ম্যাচগুলিতে আইরিশরা জিতলেও ওয়ার্ল্ড কাপ সুপার লিগে তারা পিছনে ফেলতে পারবে না দক্ষিণ আফ্রিকাকে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে সরাসরি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

আয়ারল্যান্ডকে খেলতে হবে যোগ্যতা অর্জনকারী পর্ব। ৫০ ওভারের বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাও এবার সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র আদায় করতে পারেনি। ১০ দলকে নিয়ে জিম্বাবোয়েতে হবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের খেলা। জুনের ১৮ তারিখ থেকে ৯ জুলাই অবধি খেলাগুলি হবে। সেখানে খেলতে হবে আয়ারল্যান্ডকে।

আয়ারল্যান্ড অবশ্য সুপার লিগে এগিয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার চেয়ে। আইরিশরা দখলে রেখেছে নবম স্থান। দক্ষিণ আফ্রিকা ২ এপ্রিল নেদারল্যান্সের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছে। ৩০ অগাস্টের আগে অবধি কোনও ওডিআই আর তাদের নেই। ফলে এই দীর্ঘ সময় ওডিআই না খেলেও বিশ্বকাপের আগে ছন্দে ফিরে পাওয়া চ্যালেঞ্জিং হবে প্রোটিয়াদের কাছে।

২০২৩ সাল দক্ষিণ আফ্রিকা শুরু করেছিল সুপার লিগে একাদশ স্থানে থেকে ২০২১ সালে দেশের মাটিতে পাকিস্তান, অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কা ও ২০২২ সালে বাংলাদেশে গিয়ে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হয় এসএ ২০-তে তারকাদের পাওয়ার জন্য। যদিও ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় বিশ্বকাপ নিয়ে চিন্তা দূর করল।

আয়োজক দেশ ভারতের পাশাপাশি বিশ্বকাপে যারা সরাসরি খেলবে সেই দেশগুলি হলো- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে আসবে দুটি দল। ফলে যোগ্যতা অর্জনকারী পর্বে কোনও অঘটন ঘটে কিনা সেদিকে থাকবে সকলের নজর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!