আত্মসমালোচনা অভিষেকের

0 0
Read Time:3 Minute, 38 Second

নিউজ ডেস্ক::পাশেই পূর্ব বর্ধমান, সেখানে ১৬ তে ১৬ হচ্ছে, আর বাঁকুড়ায় ১২-র মধ্যে ৪ কেন?’ বিগত ২০২১‌-এর বিধানসভা নির্বাচনের ফল উল্লেখ করে দলের নেতা কর্মীদের কাছে এমনই প্রশ্ন রাখলেন তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলের ‘নব জোয়ার’ কর্মসূচীর অঙ্গ হিসেবে সোমবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তুর্কির মাঠে বিশেষ ‘অধিবেশনে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রশ্নই তোলেন। একই সঙ্গে ওই কথার রেশ ধরেই আত্মসমালোচনার সুরে তিনি বলেন, এটা নিজেদের ব্যর্থতা। এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচন ও প্রার্থী পদ নিয়ে কড়া বার্তা দেন অভিষেক।

তিনি বলেন, দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি, আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, এরপর দল যাকে প্রার্থী করবে তা ভালো লাগুক আর খারাপ লাগুক, আপনার পছন্দ হোক বা অপছন্দ হোক, আপনার কাছের হোক বা দূরের, ঘনিষ্ঠ হোক বা না হোক-কাঁধে করে ভোট বৈতরণী পার করতে হবে। এটাই দলীয় শৃঙ্খলা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার দলের নেতা কর্মীদের মনে করিয়ে দিয়ে বলেন, পঞ্চায়েতে জেতা মানেই পাঁচ বছরের লাইসেন্স নয়, তিন মাসের লাইসেন্স। কাজ করলে তবেই তিন মাস অন্তর লাইসেন্স রিনিউ হবে, বলেও স্পষ্টতই জানিয়ে দেন।
মাঝ পথে ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে সিবিআই জেরার মুখোমুখি হয়ে সেই বাঁকুড়াতেই ফিরে এসে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইডি-সিবিআই লাগিয়ে খুব খুশি? তাঁকে কতবার ডাকবে? পাঁচবার-ছ’বার…। সোনামুখীতে বলে গিয়েছিলেন ক্ষমতা থাকলে গ্রেফতার করুক।

অভিষেক বলেন, বুক চিতিয়ে গেয়েছি, বুক ফুলিয়ে বেরিয়ে এসেছি। একইসঙ্গে নিজেদেরকে বিশুদ্ধ লোহার সঙ্গে তুলনা করে বলেন, গলা কেটে দিলেও জয়বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। ইডি-সিবিআই লাগালেও তাঁর কেশাগ্র স্পর্শ করা সম্ভব নয়, এসব বিষয়ে বিচলিত হবেন না, মানুষ চাইলে তৃণমূলই জিতবে বলেও তিনি দাবি করেন।

দলীয় অধিবেশনের আগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ৯২ টি গ্ৰাম পঞ্চায়েত থেকে আসা তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের ভোটদান কর্মসূচি হয়। নির্দিষ্ট তাঁবুতে দলের নেতা কর্মীরা উৎসবের মেজাজে ভোট দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!