পঞ্চায়েতের আগে পাহাড়ে নতুন অধ্যায়ের সূচনা বিজেপির

0 0
Read Time:3 Minute, 56 Second

নিউজ ডেস্ক::তৃণমূলের বিরুদ্ধে মহাজোট গড়ে ফেলেছে বিজেপি। পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জোটের দুই দলের বিরুদ্ধে এবার আট দলকে সামনে খাঁড়া করে দিয়েছে বিজেপি। পের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট বাঁধল বিজেপি। সঙ্গে হামরো পার্টিসহ আরো পাঁচটি দল।

পাহাড়ের একাধিক দলের সঙ্গে শনিবার থেকে দফায় দফায় বৈঠক চালাচ্ছিলেন বিজেপির সাসংদ রাজু বিস্ত। রবিবারই তিনি পাহাড়ি দলগুলিকে এক মঞ্চে এনে মহাজোট গড়তে সমর্থ হন। আসন্ন নির্বাচনের আগে মহাজোট ঘোষণা করে তিনি পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা করে দিলেন।

পাহাড়ে দুই দশক পর পঞ্চায়েত নির্বাচনের আসর বসছে। তার আগে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে এককাট্টা পাহাড়ের সব দল। আর তাদের নেতৃত্বে বিজেপি। পাহাড়ে সে অর্থে সমগঠন না থাকলেও ফের বিমল গুরুং, মন ঘিসিংদের এক করে তৃণমূলকে ঝটকা দিতে তৈরি পদ্মশিবির।

পাহাড়ে তৃণমূল কংগ্রেসের জোটকে হারাতে আটটি দল এক হয়ে লড়বে। পাহাড়ে রাজনৈতিক সমীকরণকে অন্য খাতে বইয়ে দিতে যাঁরা হাত মেলালেন, তাঁদের দলগুলি হল বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, জিএনএলএফ, সিপিআরএম, অখিল ভারত গোর্খা লিগ, সুমেটি মুক্তি মোর্চা, গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা।

এবার তারা ইউনাইটেড গোর্খা মঞ্চ নামে পঞ্চায়েত নির্বাচনে লড়বে। এই মঞ্চে আরও ছোটোখাটো দলকে শামিল করার প্রয়াস নিয়েছে বিজেপি। পাহাড়ের উন্নয়নের লক্ষ্যেই এই জোট বলে জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন, দুর্নীতি রুখতেই আমরা একসঙ্গে হয়েছি। এর সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুরুংও বলেন, পঞ্চায়েত নির্বাচনেই এই মঞ্চের মেয়াদ শেষ হবে।

বিজেপি বরাবরই পাহাড়ে কোনো না কোনো দলের সঙ্গে জোট করে রাজনৈতিক ফায়দা তুলছে। এবারও তার অন্যথা হল না। এবার আটটি দলকে নিয়ে মহাজোট করে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজিপিএমকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিতে চাইছে তারা।

এখানে উল্লেখ্য, পাহাড়ে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী দল হল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। বিজিপিএম তৃণমূলের সঙ্গে জোট করে বর্তমানে পাহাড়ের প্রশাসক দল। দার্জিলিং পুরসভাও এখন বিজিপিএমের দখলে। এই অবস্থায় বিজিপিএম-তৃণমূল জোটের সঙ্গে বিজেপি-গুরুংয়ের নেতৃত্বাধীন পাহাড়ি দলের লড়াই এবার। শুধু অনীত থাপাই নন, তৃণমূলের কাছেও পাহাড়ে প্রেস্টিজ ফাইট পঞ্চায়েত নির্বাচন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!