বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্ক::বর্ষার প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যমুনা নদী বিপদসীমার উপর দিেয় বইছে। রাজধানী দিল্লির একাধিক জায়গায় জল জমে গিয়েছে। যমুনা নদীর উপরে সেতুতে যানচলাচল এবং ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

পশ্চিম রেলওয়ের তরফ থেকে একাধিক ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের চণ্ডীগড়, রাজধানী দিল্লি গামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ যে পথে গন্তব্যে পৌঁছনোর কথা ট্রেনের তার রুট বদলে ঘুরিয়ে অন্যদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রবল বর্ষণের কারণে একাধিক রেললাইলে জলস্তর বাড়তে শুরু করেেছ। একাধিক জায়গায় রেললাইলে ধস নেমেছে। বিধ্বংসী বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্যে। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার একাধিক জায়গা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাঞ্জাবে একাধিক ক্যানেলের জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। সেই সঙ্গে হরিয়ানার পরিস্থিতিও সংকট জনক। একাধিক সড়কে ধস নেমেছে। পরিস্থিতি বিপজ্জনক আঁচ করেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে চণ্ডীগড়-বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস, চণ্ডীগড়-কচুভেলি কেরালা সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, দৌলতপুর চক-সবরমতি এক্সপ্রেস, বান্দ্রা-কাটরা এক্সপ্রেস। এছাড়া ইন্দোর-অমৃতসর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

যে ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে, মুম্বই সেন্ট্রাল-অমৃতসর পশ্চিম এক্সপ্রেস, আম্বা ক্যান্টনমেন্ট-লুধিয়ানা এক্সপ্রেস। আপ এবং ডাউন উভয় রুটেই ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনও বৃষ্টি থামার কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আরও বর্ষণ চললে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!