২০২৪-এ কি বিজেপি একাই সরকার গড়বে?

0 0
Read Time:2 Minute, 36 Second

নিউজ ডেস্ক::মধ্যে সাত-আট মাস। তারপরেই ২০২৪-এর সাধারণ নির্বাচন। রাজনৈতিক দলগুলি যেমন নিজেদের অবস্থান জেনে নিতে সমীক্ষা চালাচ্ছে, আবার বিভিন্ন সংস্থার তরফেও সমীক্ষা চালানো হচ্ছে, কোন দল ২০২৪-এর নির্বাচনে জয়ী হতে পারে। গত একমাস ধরে নতুন একটি সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স। সেখানে বিজেপির আসন কমার ইঙ্গিত রয়েছে।

বিরোধী ইন্ডিয়া জোট গঠনের পরে সাধারণ মানুষ কী ভাবছেন, তা দেখতে সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়া টিভি-সিএনএক্স, সেখানেই উঠে এসেছে নজরকাড়া ফলাফল। বলা হয়েছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। আর তা হলে জওহরলাল নেহরুর পরে টানা তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদী।

ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। এনডিএ জোটের আসন সংখ্যা কমলেও, তারা ৩১৮ টি আসন পেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া ১৭৫ টি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৫০ টি আসন।

সমীক্ষায় দেখা গিয়েছে ভোট শতাংশের হিসেবে বিজেপি একাই পেতে পারে ৪২.৫ শতাংশ ভোট। ইন্ডিয়া জোট পেতে পারে ২৪.৯ শতাংশ ভোট। এছাড়া অন্যরা পেতে পারে ৩২.৬ শতাংশ ভোট।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ৬৬ টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ২৯০ টি আসন। সব মিলিয়ে ২০১৯-এর তুলনায় এনডিএ ও বিজেপি উভয়ের আসন সংখ্যা কমতে চলেছে।

উল্লেখ করা যেতে পারে ২০১৯-এর নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৫৩ টি আসন। এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ টি আসন। এর তুলনায় সমীক্ষায় বিজেপি ও এনডিএ যথাক্রমে ১৩ ও ৩৫ টি আসন কম পেতে চলেছে। অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা ৫২ থেকে বেড়ে ৬৬ হওয়ার সম্ভাবনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!