ভারত পাক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

0 0
Read Time:4 Minute, 20 Second

নিউজ ডেস্ক::অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু ভারত পাকিস্তান বহু প্রতীক্ষিত সেই ম্যাচ। কিন্ত মহারণে ভিলে‌ন হতে পারে বৃষ্টি, এমন আশঙ্কা বিগত কয়েকদিন ধরেই করা হচ্ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসও সেই ইঙ্গিতও দিচ্ছে। তবে শনিবার সকালে কিছুটা স্বস্তির খবর আসছে শ্রীলঙ্কা থেকে। সকালের আকাশ আপাতত পরিষ্কার রয়েছে।

শুক্রবার রাতে ক্যান্ডিতে কোনও রকম বৃষ্টি হয়নি। সকালেও আকাশ পরিষ্কার। তাহলে কী বৃষ্টির কোনও রকম আশঙ্কা নেই ম্যাচে? বৃষ্টির প্রকোপ থেকে ম্যাচ পুরোপুরি পরিত্রাণ পাবে এমন আশা করা একটু কঠিন। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে টসের সময় বা ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বৃষ্টি হতে পারে।

তবে ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর, সময় যত এগোবে ততই আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টিপাতের সম্ভব‌না কমবে। আবহাওয়ার যা পূর্বাভাষ তাতে টসের সময় বা ম্যাচ শুরুর সময় ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৪.৩০ থেকে ৬.৩০ পর্য‌ন্ত বৃষ্টিপাত হতে পারে ৫০ শতাংশ। তবে পরের দিকে যা হতে পারে ২০ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে, ম্যাচের দিন ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে।
ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তেও যায় সেক্ষেত্রেও পাকিস্তান সুপার ফোরে চলে যাবে। তখন নেপালের বিরুদ্ধে ম্যাচটি মরণ বাঁচন ম্যাচ হয়ে দাঁড়াবে ভারতের কাছে। নেপাল তেমন শক্তিশালী প্রতিপক্ষ না হলেও এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না ভারত।

প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১৫১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বাবর আজম। তিনিধ পাক ব্যাটিংয়ের মূল চালিকা শক্তি। নজর থাকবে শাহী‌ন শাহ আফ্রিদির বোলিংয়ের দিকেও।
ভারত ম্যাচের আগের দিন প্রথম একাদশ প্রকাশ্যে না আনলেও নেপাল ম্যাচের মতো এই ম্যাচের আগের দিনই পাকিস্তান প্রথম এগারো ঘোষণা করে দিল।যদিও প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে ভারত।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ- ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি অথবা শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!