বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ‘ইন্ডিয়া’ জোটের

0 0
Read Time:3 Minute, 21 Second

নিউজ ডেস্ক::লোকসভা ভোটের আর কয়েক মাস বাকি! ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই। ইতিমধ্যে মোদী বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরি হয়েছে। আর এই জোটে এখনও পর্যন্ত দেশের ২৮টি দল যোগ দিয়েছে।

তবে ফাইনালের আগে বিজেপি এবং ‘ইন্ডিয়া’ জোটের কাছে বড় পরীক্ষা এই সাত রাজ্যের উপনির্বাচন (Bypoll Results)। ধূপগুড়ি বাদে কার্যত সব জায়গায় জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে ময়দানে বিরোধীরা। আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। আর সেই গনণা শুরু হতেই চাপ বাড়ছে বিজেপির।

উত্তরপ্রদেশের ঘোসি (UP’s Ghosi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। এই রাজ্য বিজেপির শক্তঘাঁটি। যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত কয়েকমাস আগেই পুর-নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে। কিন্তু ঘোসি বিধানসভায় গণনা (Bypoll Results) শুরু হতেই খেলা ঘুরিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি।

প্রাথমিক গণনায় (Bypoll Results) এগিয়ে অখিলেশ সিংয়ের দল। সপা প্রার্থী সুধাকর সিং দ্বিতীয় রাউন্ডের শেষে ছয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে। বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান পেয়েছেন পাঁচ হাজারেরও বেশি ভোট। বিরোধীরা এসপিকে প্রার্থীকে সমর্থন করছেন এক্ষেত্রে।

উত্তরাখন্ডের বাঘেশ্বরে (Bageshwar, Uttarakhand) উপ নির্বাচনে এগিয়ে কংগ্রেস। ক্রমশ পিছিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী। প্রায় তিন হাজারেরও (Bypoll Results) বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। অন্যদিকে কংগ্রেসের Puthuppally-তেও পিছিয়ে রয়েছে বিজেপি। সে রাজ্যে কংগ্রেস প্রার্থী চান্ডি ওমেন (Chandy Oommen) ২৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে ১০ রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে।

ঝাড়খন্ডের ধুমরিতে কি হাল?

National Democratic Alliance (NDA) এর প্রার্থী জোগেশ দেবী এগিয়ে রয়েছে। প্রায় ৪ হাজারেরও বেশি ভোটে সে রাজ্যে এগিয়ে রয়েছে।

অন্যদিকে ত্রিপুরায় স্বস্তিতে বিজেপি। ধানপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ক্রমশ এগোচ্ছে বিজেপি। চার রাউন্ড গণনা (Bypoll Results) শেষে বিজেপির প্রার্থীর মার্জিন ক্রমশ বাড়ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ধূপগুড়িতেও বিজেপির জয়ের ইঙ্গিত। প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের এই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী। আর তা সামনে আসতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!