রাজস্থান বিধানসভা নির্বাচন – সম্ভাব্য ফলাফল

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এসিড টেস্ট হতে চলেছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। মূল লড়াই NDA বনাম INDIA। ইতিমধ্যে ওপিনিয়ন পোলের ফলাফল আসতে শুরু করেছে। যদিও ওপিনিয়ন পোলা কখনো নির্ভুল হয় না। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। ছত্তিশগড়ে দু’দফায় এবং বাকি চার রাজ্যে এক দফায় নির্বাচন শুরু হবে আগামী ৭ নভেম্বর থেকে। ভোটপর্ব শেষ হবে আগামী ৩০ নভেম্বর। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। ভোটের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই পাঁচ রাজ্যের বিধানসভার ফল নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। এর মধ্যেই সামনে এল নয়া সমীক্ষা রিপোর্ট।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে NDA তাঁদের ভোটের শতাংশ অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হবে। অধিকাংশ ওপিনিয়ন পোলের গড় করে জানানো হচ্ছে –

২০০ আসনের রাজস্থান বিধানসভায় বড় চমকের ইঙ্গিত দিল ওপিনিয়ন পোল। ম্যাজিক ফিগার ১০১। আর BJP পেতে পারে ১২৭ থেকে ১৩৭টি আসন। ২০১৮ সালের তুলনায় গেরুয়া শিবিরের ভোটের হার বাড়তে পারে ৩৮ শতাংশ। এ বছর BJP-র ঝুলিতে যেতে পারে ৪৭ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। আসন সংখ্যা দাঁড়াতে পারে ৫৯ থেকে ৬৯টি। স্বাভাবিক কারণেই উল্লেসিত বিজেপি শিবির।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!